Ajker Patrika

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাছ বিক্রেতা কারাগারে 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৫
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাছ বিক্রেতা কারাগারে 

হবিগঞ্জের চুনারুঘাটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. লাল মিয়া (৩৩) নামের এক মাছ বিক্রেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল ভোরে উপজেলার রাণীরকোট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লাল মিয়া পেশায় একজন মাছ বিক্রেতা। মাছ বিক্রির সুবাদে উপজেলার রাণীরকোট গ্রামের ওই তরুণীর পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার সকালে ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করেন লাল মিয়া। এরপর পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার করেন ওই তরুণী। পরে তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ নিয়ে বুধবার রাতেই ওই তরুণীর বাবা চুনারুঘাট থানায় ধর্ষণ মামলা করেন। এরপর বৃহস্পতিবার ভোরে লাল মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ওই তরুণীর বাবার মামলার পর তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে। পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার ওই তরুণীকে বাড়িতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত