Ajker Patrika

সিলেট-৩: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় নৌকার কর্মীদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-৩: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় নৌকার কর্মীদের হামলার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলালের নির্বাচনী সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নয়াবাজারে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী ও বিএমএ মহাসচিব ডা. দুলাল। 

রাত সাড়ে ১১টায় দুলাল আজকের পত্রিকাকে বলেন, ট্রাক মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সভা চলাকালে আকস্মিক মিছিল সহকারে প্রবেশ করে নৌকার প্রার্থী হাবিবুর রহমানের কর্মীরা সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। চেয়ার ছোড়াছুড়ি করে ভেঙে ফেলে এবং আমার কর্মীদের ওপর চেয়ার ছুড়ে মারে।’ 

ডা. দুলাল আরও অভিযোগ করে জানান, নৌকার প্রার্থীর স্ত্রী ও তাঁর ভাবি আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় ও স্কুলে স্কুলে গিয়ে টাকা বিতরণ করে নৌকায় ভোট চাচ্ছেন। এসব লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। 

হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ভুয়া। কোনো ধরনের কোনো হামলা হয়নি। এটা হলো উনি চাচ্ছেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। আমার কাছে তথ্য আছে ডা. দুলাল নিজে নিজের গাড়ি ভাঙচুর করে আমার ওপর দায় চাপানোর পরিকল্পনা করছেন। বিশ্বস্ত সূত্রে আমি এ রকম খবর পেয়েছি।’ 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘এটা আপনার কোনো হামলা-টামলা না। এটা হচ্ছে দুলাল সাহেবের মিটিং ছিল এখান দিয়ে নৌকার মিছিল যাচ্ছিল। একপক্ষকে দেখে আরেক পক্ষ জোরে জোরে স্লোগান দিয়েছে, হুমকি-ধমকি দিচ্ছে এই। পুলিশ গেছে উভয়ই চলে গেছে। এই হলো বিষয়। তারপরও উনি অভিযোগ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমাদের কাছে দিয়েছে অনুলিপি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি। ছোটখাটো একটা বিষয়।’ 

দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেট সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট প্রার্থী ৭ জন। নৌকার হাবিব ও ট্রাকের ডা. দুলাল ছাড়া বাকিরা হলেন জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির আনোয়ার হোসেন আফরোজ (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহিদুর রহমান (মোমবাতি), ইসলামি ঐক্যজোটের মঈনুল ইসলাম (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত