সিলেট প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’
সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’
সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২০ মিনিট আগে