Ajker Patrika

বড়লেখায় শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় রসেন্দ্র কুমার দাস (৫২) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মহারানি গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

রসেন্দ্র কুমার দাস মহারানি গ্রামের মৃত উপেন্দ্র কুমার দাসের ছেলে। তিনি ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রসেন্দ্র কুমারের স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে রয়েছেন। বিভিন্ন ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছেন। এসব কারণে তিনি এক ধরনের মানসিক চাপে ছিলেন। 

গতকাল শনিবার রাত ৯ টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান রসেন্দ্র কুমার দাস। পরে আজ সকালে রসেন্দ্রের কোনো সাড়া শব্দ না পেয়ে তাঁর বোন ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ খবর পেলে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শিক্ষক রসেন্দ্র কুমার দাস আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দীর্ঘক্ষণ দড়িতে ঝুলে থাকায় গলায় দাগ রয়েছে। শরীরের আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত