Ajker Patrika

বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট)
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১: ১৪
বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে  দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিছনাকান্দি এলাকাসংলগ্ন  টেকনাগুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই কিশোর সিলেট নগরীর গোয়াইপাড়া মল্লিকা আবাসিক এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে রুমেল মিয়া (১৬) ও পান্নু মিয়ার ছেলে সাগর আহমেদ (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে বিছনাকান্দি ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয় গোয়াইপাড়ার মল্লিকা আবাসিক এলাকার ৮-১০ জন কিশোর। এদিন তারা বিছনাকান্দি ভ্রমণ শেষে পর্যটন এলাকাসংলগ্ন স্থানীয় টেকনাগুল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে। 

বেড়ানোর শেষে শুক্রবার দুপুরে তারা আত্মীয়ের বাড়ি থেকে সিলেট শহরের উদ্দেশে রওনা দেয়। পথে টেকনাগুল গ্রামের একটা খাল পার হওয়ার জন্য তারা খেয়ানৌকায় ওঠে। এ সময় তাদের নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও সাঁতার না জানায় রুমেল ও সাগর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমেল ও সাগরকে মৃত ঘোষণা করেন। 

নৌকাডুবিতে দুই কিশোর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত