সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে তাহিরপুরে বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে চোরাই পথে কয়লার আনতে গিয়ে মাটি চাপায় নুরুল হক (২০) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার সকাল ৯টায় উপজেলায় বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গ্রামবাসী এক ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় ভারত সীমান্তের জিরো পয়েন্ট থাকা চোরাই কয়লার গুহার ভেতর থেকে নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় খালেক মিয়ার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে নুরুল হকসহ ৭-৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭-পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভেতর কয়লা আনতে যায়। পরে সকাল ৯টায় গুহার ভেতর থেকে কয়ালর বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় গুহার মাটি ধসে নুরুল হকের ওপর পরলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সঙ্গে থাকা আরও দুজন কয়লা শ্রমিক আহত হন।
তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা গুহার ভেতর থেকে বেড়িয়ে নুরুল হকের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে নিহতের পরিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা পর সকাল ১০টায় গুহার ভেতর থেকে নিহত নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
অন্যদিকে গতকাল সোমবার সকালে ট্যাকেরঘাট সীমান্তের ১২০০ পিলার দিয়ে ভারতের শিবপুর এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে রুবেল মিয়া (২০) নামের এক তরুণ। কয়লার বস্তা নিয়ে আসার সময় বিএসএফের হাতে আটক হন তিনি। রুবেল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটছে। তাই আজকের পর এ রকম আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমাদের পুলিশের পক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রজনীলাইন গ্রামের রুবেল মিয়া নামের এক তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে।
সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
সুনামগঞ্জে তাহিরপুরে বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে চোরাই পথে কয়লার আনতে গিয়ে মাটি চাপায় নুরুল হক (২০) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার সকাল ৯টায় উপজেলায় বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গ্রামবাসী এক ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় ভারত সীমান্তের জিরো পয়েন্ট থাকা চোরাই কয়লার গুহার ভেতর থেকে নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় খালেক মিয়ার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে নুরুল হকসহ ৭-৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭-পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভেতর কয়লা আনতে যায়। পরে সকাল ৯টায় গুহার ভেতর থেকে কয়ালর বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় গুহার মাটি ধসে নুরুল হকের ওপর পরলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সঙ্গে থাকা আরও দুজন কয়লা শ্রমিক আহত হন।
তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা গুহার ভেতর থেকে বেড়িয়ে নুরুল হকের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে নিহতের পরিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা পর সকাল ১০টায় গুহার ভেতর থেকে নিহত নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
অন্যদিকে গতকাল সোমবার সকালে ট্যাকেরঘাট সীমান্তের ১২০০ পিলার দিয়ে ভারতের শিবপুর এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে রুবেল মিয়া (২০) নামের এক তরুণ। কয়লার বস্তা নিয়ে আসার সময় বিএসএফের হাতে আটক হন তিনি। রুবেল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটছে। তাই আজকের পর এ রকম আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমাদের পুলিশের পক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রজনীলাইন গ্রামের রুবেল মিয়া নামের এক তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে।
সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে মনগড়া তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৪ মিনিট আগেময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করেছে দলটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ মিনিট আগেরাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেসিলেটে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে