নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
সাবেক স্ত্রী ও একজন পুলিশ কর্মকর্তার ষড়যন্ত্রে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে ব্রেন স্ট্রোকে স্বামী মারা গেছেন বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। একই সঙ্গে রূপালী ইয়াসমিন নামে ওই নারীসহ স্বামীর স্বজনদের জড়িয়ে মিথ্যা মামলা ও নানা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে মৃত শফিকুল ইসলামের স্ত্রী রূপালী ইয়াসমিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় লিখিত বক্তব্যে রূপালী বলেন, ‘শফিকুল ইসলামের সাবেক স্ত্রী মমতাজ বেগম ও আমার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা সবুর উদ্দিন মিলে শফিকুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের, পুলিশি হয়রানি ও ছবিসহ লিফলেট বিতরণ করে মানসিকভাবে নির্যাতন করে। ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়ানো আমার স্বামী ব্রেন স্ট্রোক করে প্রথমে ময়মনসিংহ ও পরে রাজধানীর সুমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেন।’
তিনি আরও বলেন, ‘ওই মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহ করে উল্টো আমাকে এবং আমার স্বামীর ভগ্নিপতিসহ চারজনকে হত্যাকারী বানিয়ে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে সাবেক স্ত্রী মমতাজ।’
এর আগে শফিকুল ইসলামের মৃত্যুকে হত্যার অভিযোগ এনে গত ১০ আগস্ট ভগ্নিপতি তোফাজ্জল, ব্যবসায়িক সহযোগী হাসু এবং রুপালী ও মুর্শিদাসহ চারজনকে আসামি করে শফিকুলের মেয়ের পক্ষে তাঁর মা বাদী হয়ে শেরপুর আদালতে মামলা করেন। মামলাটি তদন্ত করছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান।
এ ব্যাপারে নালিতাবাড়ীর উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান বলেন, আদালতের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক স্ত্রী ও একজন পুলিশ কর্মকর্তার ষড়যন্ত্রে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে ব্রেন স্ট্রোকে স্বামী মারা গেছেন বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। একই সঙ্গে রূপালী ইয়াসমিন নামে ওই নারীসহ স্বামীর স্বজনদের জড়িয়ে মিথ্যা মামলা ও নানা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে মৃত শফিকুল ইসলামের স্ত্রী রূপালী ইয়াসমিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় লিখিত বক্তব্যে রূপালী বলেন, ‘শফিকুল ইসলামের সাবেক স্ত্রী মমতাজ বেগম ও আমার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা সবুর উদ্দিন মিলে শফিকুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের, পুলিশি হয়রানি ও ছবিসহ লিফলেট বিতরণ করে মানসিকভাবে নির্যাতন করে। ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়ানো আমার স্বামী ব্রেন স্ট্রোক করে প্রথমে ময়মনসিংহ ও পরে রাজধানীর সুমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেন।’
তিনি আরও বলেন, ‘ওই মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহ করে উল্টো আমাকে এবং আমার স্বামীর ভগ্নিপতিসহ চারজনকে হত্যাকারী বানিয়ে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে সাবেক স্ত্রী মমতাজ।’
এর আগে শফিকুল ইসলামের মৃত্যুকে হত্যার অভিযোগ এনে গত ১০ আগস্ট ভগ্নিপতি তোফাজ্জল, ব্যবসায়িক সহযোগী হাসু এবং রুপালী ও মুর্শিদাসহ চারজনকে আসামি করে শফিকুলের মেয়ের পক্ষে তাঁর মা বাদী হয়ে শেরপুর আদালতে মামলা করেন। মামলাটি তদন্ত করছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান।
এ ব্যাপারে নালিতাবাড়ীর উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান বলেন, আদালতের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
১৭ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
৩৩ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
৩৩ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩৮ মিনিট আগে