শেরপুর প্রতিনিধি
শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের নবীনগর এলাকায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এ সময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেও দেশ ও জনগণ নিরাপদে রয়েছে। কাজেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠা করে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রতিষ্ঠার মাধ্যমে এ জেলার আরও একটি স্বপ্ন পূরণ হলো। প্রধানমন্ত্রী দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছেন। ওই দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর মাধ্যম হলো পাসপোর্ট অফিস। যা এত দিন শেরপুরে ছিল না।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল জামাল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রটোটাইপ ডিজাইনে শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনটি নির্মাণকাজ সম্পন্ন করেছে করেছে গণপূর্ত বিভাগ। ২৫ শতক জায়গার ওপর পাঁচ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার টাকা। মূল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। ভবনটি নির্মাণ হওয়ায় জেলার প্রায় ১৭ লাখ নাগরিক সানন্দে ও সহজভাবে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের নবীনগর এলাকায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এ সময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেও দেশ ও জনগণ নিরাপদে রয়েছে। কাজেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠা করে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রতিষ্ঠার মাধ্যমে এ জেলার আরও একটি স্বপ্ন পূরণ হলো। প্রধানমন্ত্রী দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছেন। ওই দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর মাধ্যম হলো পাসপোর্ট অফিস। যা এত দিন শেরপুরে ছিল না।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল জামাল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রটোটাইপ ডিজাইনে শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনটি নির্মাণকাজ সম্পন্ন করেছে করেছে গণপূর্ত বিভাগ। ২৫ শতক জায়গার ওপর পাঁচ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার টাকা। মূল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। ভবনটি নির্মাণ হওয়ায় জেলার প্রায় ১৭ লাখ নাগরিক সানন্দে ও সহজভাবে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী অন্তত পাঁচটি ঘর ভেঙে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন নদীর পাড়ের মানুষ।
৩৫ মিনিট আগেবাগেরহাটের চিতলমারী উপজেলায় দাদার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে এসেছিল ৯ বছরের শিশু নূর কাদের মোল্লা। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে ডুবে যাচ্ছিল শিশুটি। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন শাহজাহান মোল্লা (৮০)। কিন্তু দুজনের কেউ বেঁচে ফিরতে পারেনি।
৪২ মিনিট আগেউখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে একটি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার উপজেলার দোছড়ি এলাকায় ধানখেতের পাশে মৃত অবস্থায় হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটি উদ্ধার করেন।
১ ঘণ্টা আগে