শেরপুর প্রতিনিধি
শেরপুরে যুবদল নেতা শাকিল আহমেদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরশেরপুর তালেব আলী দাখিল মাদ্রাসার মাঠে এই কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম রেজার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ তোলা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন যুবদল নেতা শাকিল আহমেদের ছবিতে ঝাড়ুপেটা করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রেজা। চাহিদামতো চাঁদা না দেওয়ায় তাঁকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা চলছে। ফেসবুকে তাঁকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাকিল আহমেদসহ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
চরশেরপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘আমি বিএনপিসমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ায় আমাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। শাকিলেরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। কিন্তু আমি তাদের চাহিদা পূরণ করতে পারিনি।’
তবে যুবদল নেতা শাকিল আহমেদ দাবি করেন, ‘চেয়ারম্যান আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। চাঁদা দাবির বিষয়টি মিথ্যা। আমি ইতিমধ্যে মানববন্ধন করে চেয়ারম্যানের বিচার দাবি করেছি।’
মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান সেলিম রেজার পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে দুপুরে জেলা শহরের থানা মোড়ে যুবদল নেতা শাকিল আহমেদের পক্ষ থেকে চেয়ারম্যানের বিচার দাবি করে মানববন্ধন করা হয়। সেখানে প্রাণনাশের হুমকিসহ ইউপি চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়।
শেরপুরে যুবদল নেতা শাকিল আহমেদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরশেরপুর তালেব আলী দাখিল মাদ্রাসার মাঠে এই কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম রেজার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ তোলা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন যুবদল নেতা শাকিল আহমেদের ছবিতে ঝাড়ুপেটা করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম রেজা। চাহিদামতো চাঁদা না দেওয়ায় তাঁকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা চলছে। ফেসবুকে তাঁকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাকিল আহমেদসহ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
চরশেরপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘আমি বিএনপিসমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ায় আমাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। শাকিলেরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। কিন্তু আমি তাদের চাহিদা পূরণ করতে পারিনি।’
তবে যুবদল নেতা শাকিল আহমেদ দাবি করেন, ‘চেয়ারম্যান আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। চাঁদা দাবির বিষয়টি মিথ্যা। আমি ইতিমধ্যে মানববন্ধন করে চেয়ারম্যানের বিচার দাবি করেছি।’
মানববন্ধন শেষে ইউপি চেয়ারম্যান সেলিম রেজার পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে দুপুরে জেলা শহরের থানা মোড়ে যুবদল নেতা শাকিল আহমেদের পক্ষ থেকে চেয়ারম্যানের বিচার দাবি করে মানববন্ধন করা হয়। সেখানে প্রাণনাশের হুমকিসহ ইউপি চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে