শরীয়তপুর প্রতিনিধি
সকালে পরীক্ষা দিতে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রূপা (১৫)। আজ বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশের ধানখেতে পাওয়া গেছে তার লাশ।
আমেনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চলছিল আমেনার। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। কিন্তু তার ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা বাড়ি ফিরেছে, কিন্তু আমেনা বাড়ি ফেরেনি। সহপাঠীরা স্বজনদের জানায়, আজ আমেনা মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আমেনা মাদ্রাসায় যায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে কোরালতলী সড়কের পাশে ধানের জমিতে জমে থাকা পানির নিচে ঘাসের মধ্যে আমেনার নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে।
নিহত আমেনার চাচা কালাম ঢালী বলেন, ‘আমেনা প্রতিদিনের ন্যায় আজকেও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে কোড়ালতলী এলাকার সড়কের উত্তর পাশে ধানখেতে জমে থাকা পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, কেউ আমেনাকে হত্যা করে লাশ গুম করেছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাতিজির হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আজ বেলা ৩টার দিকে চর কোড়ালতলী এলাকার সড়কের পাশে ধানখেত থেকে ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সকালে পরীক্ষা দিতে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রূপা (১৫)। আজ বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশের ধানখেতে পাওয়া গেছে তার লাশ।
আমেনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চলছিল আমেনার। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। কিন্তু তার ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা বাড়ি ফিরেছে, কিন্তু আমেনা বাড়ি ফেরেনি। সহপাঠীরা স্বজনদের জানায়, আজ আমেনা মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আমেনা মাদ্রাসায় যায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে কোরালতলী সড়কের পাশে ধানের জমিতে জমে থাকা পানির নিচে ঘাসের মধ্যে আমেনার নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে।
নিহত আমেনার চাচা কালাম ঢালী বলেন, ‘আমেনা প্রতিদিনের ন্যায় আজকেও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে কোড়ালতলী এলাকার সড়কের উত্তর পাশে ধানখেতে জমে থাকা পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, কেউ আমেনাকে হত্যা করে লাশ গুম করেছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাতিজির হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আজ বেলা ৩টার দিকে চর কোড়ালতলী এলাকার সড়কের পাশে ধানখেত থেকে ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে