নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তার ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃপক্ষের সূত্রমতে, আজ সোমবার সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ওপরে। সূত্রটি জানায়, গতকাল রোববার বিকেল থেকে তিস্তার পানি বৃদ্ধি শুরু হয়। সন্ধ্যা ৬টায় পানি প্রবাহ বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
এদিকে মধ্যরাতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান সরকার বলেন, পানি বাড়ায় ইউনিয়নের ছোটখাতা ও বাইশপুকুর গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সর্বশেষ মোবাইল ফোনে চর খড়িবাড়ির বাসিন্দা রিপন ইসলামের সঙ্গে কথা হয়। তিনি জানান, বর্তমানে চরে নদীর পানি আর সেভাবে বৃদ্ধি পাচ্ছে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে তিস্তার অববাহিকায় চরগুলোতে পানি প্রবেশ করেছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পানি বৃদ্ধির বিষয়টি নিয়ে পাউবো কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দী মানুষের সংখ্যা নিরূপণের কাজ চলছে। তালিকাটি হাতে পেলে জানা যাবে কী পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে। আর এ মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে।’
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তার ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃপক্ষের সূত্রমতে, আজ সোমবার সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ওপরে। সূত্রটি জানায়, গতকাল রোববার বিকেল থেকে তিস্তার পানি বৃদ্ধি শুরু হয়। সন্ধ্যা ৬টায় পানি প্রবাহ বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
এদিকে মধ্যরাতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান সরকার বলেন, পানি বাড়ায় ইউনিয়নের ছোটখাতা ও বাইশপুকুর গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সর্বশেষ মোবাইল ফোনে চর খড়িবাড়ির বাসিন্দা রিপন ইসলামের সঙ্গে কথা হয়। তিনি জানান, বর্তমানে চরে নদীর পানি আর সেভাবে বৃদ্ধি পাচ্ছে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে তিস্তার অববাহিকায় চরগুলোতে পানি প্রবেশ করেছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পানি বৃদ্ধির বিষয়টি নিয়ে পাউবো কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দী মানুষের সংখ্যা নিরূপণের কাজ চলছে। তালিকাটি হাতে পেলে জানা যাবে কী পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে। আর এ মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে।’
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
২ ঘণ্টা আগে