বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বাজারে এসেছে মৌসুমি ফল লিচু। লাল-হলুদ রং দেখে সেসব লিচু কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভোক্তাদের অভিযোগ, বাজারে ক্রেতাদের বাড়তি চাহিদা থাকায় ও অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ব লিচু বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। লিচুর কাঙ্ক্ষিত স্বাদ পাচ্ছেন না তারা।
বিক্রেতারা বলছে, এতে তাদের কোনো হাত নেই। ক্রেতাদের চাহিদা থাকায় লিচু অপরিপক্ব থাকতে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন লিচু চাষিরা।
আজ রোববার দুপুরে বাজার ঘুরে দেখা গেছে, ঢাকা মোড়, নতুন বাজার, পুরোনো বাজার, কলেজ বাজারসহ শহরের বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে লিচুর ডালি নিয়ে বসে ও দাঁড়িয়ে লিচু বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। লিচু বিক্রেতাদের ডালির ভেতরে দেখা যায় পাতা দিয়ে মোড়ানো লালচে রঙের লিচু। দেশীয় জাতের লিচু প্রতি ১শ পিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
বাজারে লিচু কিনতে আসা কামরুজামান নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘লিচু একটি মৌসুমি সু-স্বাদু ফল। আমরা পৌর শহরে বসবাস করি এবং বাড়ির অল্প জায়গায় ফল-ফলাদির গাছ লাগাতে পারি না। সে জন্য বাড়িতে বাচ্চাদের জন্য বাজারে লিচু কিনতে আসছি। তবে এবার লিচুর দাম কিছুটা সহনীয় হলেও লিচুগুলো এখনো অপরিপক্ব। এ কারণে তেমন স্বাদ পাওয়া যাচ্ছে না।’
লিচু ব্যবসায়ী শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই এলাকার লিচু সবচেয়ে সুস্বাদু। এ মৌসুমে নতুন বাজারে আসায় বর্তমানে এর প্রচুর চাহিদা। এ কারণে লিচুচাষিরা বেশি টাকার জন্য, পরিপক্ব হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছে ব্যবসায়ীদের কাছে।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘লিচুগুলো বিরামপুর উপজেলার আশপাশের গ্রামের ব্যবসায়ীদের ডেকে নেওয়া বাগান থেকে সংগ্রহ করছি। আমার খুচরা ব্যবসায়ীরা লিচুর বাগান থেকে পাইকারিতে লিচু কিনি প্রতি ১শ লিচু ১৫০ থেকে ১৬০ টাকায়। আবার বিক্রি করছি প্রতি ১শ লিচু বিক্রি করছি ১৮০ থেকে ২০০ টাকা দরে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিরামপুর উপজেলা জুড়ে ১০৫ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এবার ফলন বেশ ভালো হয়েছে। আমরা লিচু চাষিদের সব ধরনের সহযোগিতা করে আসছি। বাজারে লিচু উঠতে শুরু করেছে। তবে লিচু অপরিপক্ব থাকলে বা প্রকৃত রং হলে লিচুর স্বাদ আসবে না। তাই অপরিপক্ব লিচু না কেনা ভালো।’
দিনাজপুরের বিরামপুরে বাজারে এসেছে মৌসুমি ফল লিচু। লাল-হলুদ রং দেখে সেসব লিচু কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভোক্তাদের অভিযোগ, বাজারে ক্রেতাদের বাড়তি চাহিদা থাকায় ও অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ব লিচু বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। লিচুর কাঙ্ক্ষিত স্বাদ পাচ্ছেন না তারা।
বিক্রেতারা বলছে, এতে তাদের কোনো হাত নেই। ক্রেতাদের চাহিদা থাকায় লিচু অপরিপক্ব থাকতে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন লিচু চাষিরা।
আজ রোববার দুপুরে বাজার ঘুরে দেখা গেছে, ঢাকা মোড়, নতুন বাজার, পুরোনো বাজার, কলেজ বাজারসহ শহরের বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে লিচুর ডালি নিয়ে বসে ও দাঁড়িয়ে লিচু বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। লিচু বিক্রেতাদের ডালির ভেতরে দেখা যায় পাতা দিয়ে মোড়ানো লালচে রঙের লিচু। দেশীয় জাতের লিচু প্রতি ১শ পিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
বাজারে লিচু কিনতে আসা কামরুজামান নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘লিচু একটি মৌসুমি সু-স্বাদু ফল। আমরা পৌর শহরে বসবাস করি এবং বাড়ির অল্প জায়গায় ফল-ফলাদির গাছ লাগাতে পারি না। সে জন্য বাড়িতে বাচ্চাদের জন্য বাজারে লিচু কিনতে আসছি। তবে এবার লিচুর দাম কিছুটা সহনীয় হলেও লিচুগুলো এখনো অপরিপক্ব। এ কারণে তেমন স্বাদ পাওয়া যাচ্ছে না।’
লিচু ব্যবসায়ী শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই এলাকার লিচু সবচেয়ে সুস্বাদু। এ মৌসুমে নতুন বাজারে আসায় বর্তমানে এর প্রচুর চাহিদা। এ কারণে লিচুচাষিরা বেশি টাকার জন্য, পরিপক্ব হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছে ব্যবসায়ীদের কাছে।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘লিচুগুলো বিরামপুর উপজেলার আশপাশের গ্রামের ব্যবসায়ীদের ডেকে নেওয়া বাগান থেকে সংগ্রহ করছি। আমার খুচরা ব্যবসায়ীরা লিচুর বাগান থেকে পাইকারিতে লিচু কিনি প্রতি ১শ লিচু ১৫০ থেকে ১৬০ টাকায়। আবার বিক্রি করছি প্রতি ১শ লিচু বিক্রি করছি ১৮০ থেকে ২০০ টাকা দরে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিরামপুর উপজেলা জুড়ে ১০৫ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এবার ফলন বেশ ভালো হয়েছে। আমরা লিচু চাষিদের সব ধরনের সহযোগিতা করে আসছি। বাজারে লিচু উঠতে শুরু করেছে। তবে লিচু অপরিপক্ব থাকলে বা প্রকৃত রং হলে লিচুর স্বাদ আসবে না। তাই অপরিপক্ব লিচু না কেনা ভালো।’
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৮ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে