Ajker Patrika

খানসামায় টিসিবি কার্ডধারীরা পাচ্ছেন না ভোজ্যতেল, বিপাকে নিম্ন আয়ের মানুষ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৩
খানসামা উপজেলার আংগারপাড়া ইউপিতে টিসিবি পণ্য কিনতে আসা মানুষ। ছবি: আজকের পত্রিকা
খানসামা উপজেলার আংগারপাড়া ইউপিতে টিসিবি পণ্য কিনতে আসা মানুষ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী ২০ হাজার ৭৬৪ পরিবার ডিলারদের পয়েন্ট থেকে ভোজ্যতেল কিনতে পারছেন না। এতে খোলাবাজারে তেল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। টিসিবি পণ্য সরবরাহকারী ডিলাররা জানান ভোজ্যতেলের সংকট রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিসিবি থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করে। নিম্ন আয়ের পরিবারের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে টিসিবি।

আজ সোমবার দুপুরে উপজেলার আংগারপাড়া ও খামারপাড়া ইউপি কার্যালয়ে গিয়ে জানা গেছে, প্রতি মাসে টিসিবি কার্ডধারীকে পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল ও দুই কেজি মসুর ডাল ৪৭০ টাকায় প্রতি প্যাকেজ দেওয়ার কথা থাকলেও এবার চিত্র ভিন্ন। চলতি পর্যায়ে প্রতি টিসিবি কার্ডধারী পরিবারকে ২৭০ টাকার বিনিময়ে শুধু পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল দেওয়া হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম ভোজ্যতেল না পেয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে ক্ষোভ দেখা গেছে।

আংগারপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য কিনতে আসা ময়নুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘সরকারি মূল্যে প্রতি মাসে তেল, চাল ও ডাল কিনতাম। এতে অনেকটা উপকার হতো। এবার এসে দেখি সয়াবিন তেল নাই। বাইরেও তো তেলের দাম বেশি, সবকিছুর বাজার বেশি হওয়ায় আমরা একটু বিপাকে পড়েছি।’

নজরুল ইসলাম টিসিবি পণ্য কিনতে আজ আসেন খামারপাড়া ইউপির কার্যালয়ে। তিনি বলেন, টিসিবির মাধ্যমে কম দামে সয়াবিন তেল কিনতে পারলে একটু অর্থ সাশ্রয় হয়। কিন্তু এবার না পেয়ে বাইরে খুচরা-পাইকারি দোকানে দুই লিটার সয়াবিন তেল কিনতে প্রায় ১৫০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

টিসিবি পণ্য সরবরাহকারী মেসার্স আবরার ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী বাইজিত ইসলাম বলেন, ‘টিসিবি ক্যাম্প অফিসে তেলের সংকট থাকায় চলতি মাসে ডিলারদের সয়াবিন তেল দেয়নি। এ জন্য টিসিবি কার্ডধারীদের তেল দিতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার আজকের পত্রিকাকে বলেন, সয়াবিন তেলের জন্য সব কার্ডধারী টিসিবি পণ্যের পুরো প্যাকেজ ক্রয় করে। কিন্তু এবার সয়াবিন তেল না থাকায় টিসিবি পণ্য ক্রয়ে আগ্রহ কম দেখা যাচ্ছে।

খামারপাড়া ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, বর্তমান সময়ে এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার বেশি। পণ্য কিনতে এসে সয়াবিন তেল না পাওয়ায় টিসিবি কার্ডধারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

সয়াবিন তেল না পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। তিনি বলেন, টিসিবি অফিস থেকে এবার ডিলারদের সয়াবিন তেল সরবরাহ না করায় কার্ডধারীরা সয়াবিন তেল পাচ্ছেন না। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত