Ajker Patrika

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আগুন, পুড়েছে বেতের ঝাড়সহ ৪টি শালগাছ 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আগুন, পুড়েছে বেতের ঝাড়সহ ৪টি শালগাছ 

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’

চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’

তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত