নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’
তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’
তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে