Ajker Patrika

রাস্তা দখল করে ব্যবসা, ৯ জনকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২২: ৩৩
রাস্তা দখল করে ব্যবসা, ৯ জনকে জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে নয়টি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার রাতে উপজেলার পাকেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানের ট্রেড লাইসেন্স না থাকায়, রাস্তা দখল করে ব্যবসা করাসহ বিভিন্ন বিভিন্ন অভিযোগ নয় ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে। 

পাকেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়এর মধ্যে রফিকুল ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, বুলবুল হার্ডওয়্যারকে ২ হাজার, আঁখি কনফেকশনারীকে ১০ হাজার, আলফা ড্রাগ সেন্টারকে ৫ হাজার, মদন কসমেটিকসকে ৫ হাজার, মামনি বস্ত্রালয় অ্যান্ড সু-স্টোরকে ৩ হাজার, জয়গঞ্জ বস্ত্রালয়কে ৫ হাজার, মিলন এ্যালুমেনিয়ামকে ২ হাজার, জয়দেব সীডসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইউএনও তাজ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত