Ajker Patrika

পাটগ্রামে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট) 
পাটগ্রামে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫ নম্বর জোংড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আশরাফ আলী মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আশরাফ আলী মিয়া লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে জোংড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রাম ইসলামনগরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত