মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নতির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন চলছে সড়ক বিভাজক বসানো। কিন্তু মিঠাপুকুর উপজেলায় সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ অবস্থায় বিপাকে পড়েছেন দুই পাশে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। অনেক পথ ঘুরে তাঁদের যাতায়াত করতে হচ্ছে বলে জানিয়েছেন।
মহাসড়ক পারাপারের জন্য মিঠাপুকুরের তিন জায়গায় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। উপজেলা সদর ও জায়গীর বাসস্ট্যান্ডে নির্মাণ শেষ হয়েছে এবং শঠিবাড়ি হাটে কাজ চলছে। সড়ক পার হতে গেলে এসব আন্ডারপাস দিয়েই যেতে হবে।
তবে স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। মিঠাপুকুর উপজেলার ২৫ কিলোমিটার মহাসড়কের দুই পাশে কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বর্তমানে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলার হেনা মেমোরিয়াল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে তা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। এর আগে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কলেজের সামনে সড়ক বিভাজক খোলা রাখার অনুরোধ করেছিলেন। নির্মাণকাজ চলাকালে তা রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে।
মহাসড়কের পাশে দুলহাপুর গ্রামের আল ফারুক ইনস্টিটিউটের শিক্ষক আনিসুর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠান থেকে আন্ডারপাসের দূরত্ব ১ কিলোমিটারের বেশি। নির্মাণকাজের সময় প্রতিষ্ঠানের সামনে মহাসড়ক পারাপারের জন্য বিভাজক খোলা রাখা হয়েছিল। কিন্তু পরে বন্ধ করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নাহিদ হাসান আজকের পত্রিকাকে জানান, অনুমোদিত নকশার বাইরে তাঁদের করার কিছু নেই। তা ছাড়া সড়ক বিভাজকের মধ্যে খোলা রাখা হলে মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
২০১৬ সালে ঢাকা-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ শুরু করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে এ কাজ শেষ হওয়ার কথা।
ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নতির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন চলছে সড়ক বিভাজক বসানো। কিন্তু মিঠাপুকুর উপজেলায় সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ অবস্থায় বিপাকে পড়েছেন দুই পাশে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। অনেক পথ ঘুরে তাঁদের যাতায়াত করতে হচ্ছে বলে জানিয়েছেন।
মহাসড়ক পারাপারের জন্য মিঠাপুকুরের তিন জায়গায় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। উপজেলা সদর ও জায়গীর বাসস্ট্যান্ডে নির্মাণ শেষ হয়েছে এবং শঠিবাড়ি হাটে কাজ চলছে। সড়ক পার হতে গেলে এসব আন্ডারপাস দিয়েই যেতে হবে।
তবে স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। মিঠাপুকুর উপজেলার ২৫ কিলোমিটার মহাসড়কের দুই পাশে কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বর্তমানে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলার হেনা মেমোরিয়াল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে তা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। এর আগে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কলেজের সামনে সড়ক বিভাজক খোলা রাখার অনুরোধ করেছিলেন। নির্মাণকাজ চলাকালে তা রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে।
মহাসড়কের পাশে দুলহাপুর গ্রামের আল ফারুক ইনস্টিটিউটের শিক্ষক আনিসুর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠান থেকে আন্ডারপাসের দূরত্ব ১ কিলোমিটারের বেশি। নির্মাণকাজের সময় প্রতিষ্ঠানের সামনে মহাসড়ক পারাপারের জন্য বিভাজক খোলা রাখা হয়েছিল। কিন্তু পরে বন্ধ করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নাহিদ হাসান আজকের পত্রিকাকে জানান, অনুমোদিত নকশার বাইরে তাঁদের করার কিছু নেই। তা ছাড়া সড়ক বিভাজকের মধ্যে খোলা রাখা হলে মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
২০১৬ সালে ঢাকা-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ শুরু করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে এ কাজ শেষ হওয়ার কথা।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
২১ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
৩০ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩৬ মিনিট আগে