পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আইন অনুযায়ী আলাদাভাবে চলবে এবং তার রায় স্থগিত রাখা হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার এক স্কুলছাত্রী সকালবেলা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবার তার খোঁজ শুরু করে। পরে রাত গভীরে তাকে জেলার আটোয়ারী উপজেলার পুরাতন বন্দরপাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা কৌশলে তাকে ওই স্থানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার আমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩০), কৈলাশ চন্দ্রের ছেলে অমর চন্দ্র (৩৮), খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৩) এবং একই উপজেলার ফতেহপুর এলাকার খামির উদ্দিনের ছেলে সবুজ আলী (৩৩)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাকির হোসেন বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন। তবে মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারককার্য চলমান রয়েছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আদালতের এই রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এই রায় সমাজে একটি বার্তা দেবে যে নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কেউ ছাড় পাবে না।’
আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
পঞ্চগড়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আইন অনুযায়ী আলাদাভাবে চলবে এবং তার রায় স্থগিত রাখা হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার এক স্কুলছাত্রী সকালবেলা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবার তার খোঁজ শুরু করে। পরে রাত গভীরে তাকে জেলার আটোয়ারী উপজেলার পুরাতন বন্দরপাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা কৌশলে তাকে ওই স্থানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার আমিনুর রহমানের ছেলে হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩০), কৈলাশ চন্দ্রের ছেলে অমর চন্দ্র (৩৮), খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৩) এবং একই উপজেলার ফতেহপুর এলাকার খামির উদ্দিনের ছেলে সবুজ আলী (৩৩)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাকির হোসেন বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন। তবে মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারককার্য চলমান রয়েছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আদালতের এই রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এই রায় সমাজে একটি বার্তা দেবে যে নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কেউ ছাড় পাবে না।’
আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ সেকেন্ড আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৯ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগে