Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে মাটিচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০: ৪০
ঠাকুরগাঁওয়ে মাটিচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ওই এলাকার মমতা বেগমের বাথরুমের স্যানিটারি রিং বসানোর জন্য শ্রমিক নিয়োগ দেন। শ্রমিকেরা বিকেলে মাটি খুঁড়ে গভীর গর্ত তৈরি করেন। পরে ১৪টি রিং বসানোর পর হঠাৎ করেই ওপরের মাটি নির্মাণশ্রমিক লক্ষণ চন্দ্র পালের (৩০) ওপর ধসে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতোর ইউনিয়নের দক্ষিণ দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসের জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত