ঠাকুরগাঁও প্রতিনিধি
ভারত থেকে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে চাপে ফেলতেই এই কর্মকাণ্ড চালানো হচ্ছে।
শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানুষ পাঠানো হচ্ছে। এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করতেই এসব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনো আমাদের ন্যায্য পানির হিস্যা মেলেনি, আমাদের সীমান্তে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এখন আবার জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এত দিন এসব ঘটেনি। সরকার পরিবর্তনের পর এসব শুরু হয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে ‘জঙ্গি নাটক’ সাজানোর অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তাঁর ভাষায়, ‘র্যাবের মাধ্যমে এতিম ছেলেদের হাতে জোর করে লিফলেট ধরিয়ে দিয়ে তাদের “জঙ্গি” বানিয়ে হত্যা করা হয়েছে। এমন শত শত ঘটনা ঘটেছে।’
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সেই রাতে যেভাবে অভিযান চালানো হয়েছে, তা আরেকটি বড় ট্র্যাজেডি। মেশিনগান ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল।’
নৈশভোজ অনুষ্ঠানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্তির পথ খুঁজে পেয়েছি। যারা রক্ত দিয়েছে, তাদের ত্যাগের মাধ্যমে আজ এই সুযোগ এসেছে।’
তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠকে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনার কথা উঠে এসেছে বলেও জানান তিনি।
নৈশভোজ আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
ভারত থেকে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে চাপে ফেলতেই এই কর্মকাণ্ড চালানো হচ্ছে।
শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানুষ পাঠানো হচ্ছে। এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করতেই এসব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনো আমাদের ন্যায্য পানির হিস্যা মেলেনি, আমাদের সীমান্তে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এখন আবার জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এত দিন এসব ঘটেনি। সরকার পরিবর্তনের পর এসব শুরু হয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাশিক্ষার্থীদের নিয়ে ‘জঙ্গি নাটক’ সাজানোর অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তাঁর ভাষায়, ‘র্যাবের মাধ্যমে এতিম ছেলেদের হাতে জোর করে লিফলেট ধরিয়ে দিয়ে তাদের “জঙ্গি” বানিয়ে হত্যা করা হয়েছে। এমন শত শত ঘটনা ঘটেছে।’
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সেই রাতে যেভাবে অভিযান চালানো হয়েছে, তা আরেকটি বড় ট্র্যাজেডি। মেশিনগান ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল।’
নৈশভোজ অনুষ্ঠানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্তির পথ খুঁজে পেয়েছি। যারা রক্ত দিয়েছে, তাদের ত্যাগের মাধ্যমে আজ এই সুযোগ এসেছে।’
তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠকে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনার কথা উঠে এসেছে বলেও জানান তিনি।
নৈশভোজ আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে