দিনাজপুর প্রতিনিধি
চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও। আজ শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। যেখানে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৫ হাজার ৫৮৬ জন।
বোর্ডের তথ্যমতে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা ফলাফলে ভালো করেছে। ছাত্রীদের মধ্যে ৮০ দশমিক ২২ শতাংশ পাস এবং ৮ হাজার ৮৮২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন।
দিনাজপুর বোর্ডে এ বছর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। আর একজন শিক্ষার্থী নিয়ে শতভাগ ফেল করেছে একমাত্র কুড়িগ্রাম সদরের পূর্ব কুমারপুর আদর্শ উচ্চবিদ্যালয়।
বোর্ডের অধীনে রংপুর জেলায় ৩৬ হাজার ৫৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৬৮৪ জন। পাসের হার ৮১ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮০ জন।
গাইবান্ধায় ২৭ হাজার ৬১৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২ হাজার ৪৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৩১ জন। পাসের হার ৮১ দশমিক ২২ শতাংশ।
নীলফামারীতে ২৩ হাজার ২০৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। পাসের হার মিলেছে ৭১ দশমিক ৫৬ শতাংশ।
কুড়িগ্রামে ২২ হাজার ৪৩৯ জন পরীক্ষা দেয় এবং পাস করে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৭৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭৭ জন।
লালমনিরহাটে ১৬ হাজার ৪৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৮৫৪ জন। ৬৯৭ জন পেয়েছে জিপিএ-৫। পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ।
দিনাজপুরে ৩৯ হাজার ৫৮০ জনের মধ্যে পাস করেছে ৩১ হাজার ১৫৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ মিলেছে ৪ হাজার ২৫৬ জনের। পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ।
ঠাকুরগাঁওয়ে ১৮ হাজার ৯৩২ জন পরীক্ষা দেয়। পাস করেছে ১৪ হাজার ১১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৭ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৬ শতাংশ।
পঞ্চগড়ে ১৪ হাজার ৬১০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯৫০ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯৮ জন।
গত বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ আজকের পত্রিকাকে বলেন, গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষা হয়েছিল। আর এ বছর সব বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হওয়ায় এর একটা প্রভাব পড়েছে। পাশাপাশি গত দুই বছরে করোনায় শিক্ষার অনেক ক্ষতি হয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও। আজ শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। যেখানে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৫ হাজার ৫৮৬ জন।
বোর্ডের তথ্যমতে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা ফলাফলে ভালো করেছে। ছাত্রীদের মধ্যে ৮০ দশমিক ২২ শতাংশ পাস এবং ৮ হাজার ৮৮২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন।
দিনাজপুর বোর্ডে এ বছর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। আর একজন শিক্ষার্থী নিয়ে শতভাগ ফেল করেছে একমাত্র কুড়িগ্রাম সদরের পূর্ব কুমারপুর আদর্শ উচ্চবিদ্যালয়।
বোর্ডের অধীনে রংপুর জেলায় ৩৬ হাজার ৫৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৬৮৪ জন। পাসের হার ৮১ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮০ জন।
গাইবান্ধায় ২৭ হাজার ৬১৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২ হাজার ৪৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৩১ জন। পাসের হার ৮১ দশমিক ২২ শতাংশ।
নীলফামারীতে ২৩ হাজার ২০৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। পাসের হার মিলেছে ৭১ দশমিক ৫৬ শতাংশ।
কুড়িগ্রামে ২২ হাজার ৪৩৯ জন পরীক্ষা দেয় এবং পাস করে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৭৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭৭ জন।
লালমনিরহাটে ১৬ হাজার ৪৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৮৫৪ জন। ৬৯৭ জন পেয়েছে জিপিএ-৫। পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ।
দিনাজপুরে ৩৯ হাজার ৫৮০ জনের মধ্যে পাস করেছে ৩১ হাজার ১৫৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ মিলেছে ৪ হাজার ২৫৬ জনের। পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ।
ঠাকুরগাঁওয়ে ১৮ হাজার ৯৩২ জন পরীক্ষা দেয়। পাস করেছে ১৪ হাজার ১১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৭ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৬ শতাংশ।
পঞ্চগড়ে ১৪ হাজার ৬১০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯৫০ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯৮ জন।
গত বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ আজকের পত্রিকাকে বলেন, গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষা হয়েছিল। আর এ বছর সব বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হওয়ায় এর একটা প্রভাব পড়েছে। পাশাপাশি গত দুই বছরে করোনায় শিক্ষার অনেক ক্ষতি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে