Ajker Patrika

গাইবান্ধায় সাঁওতাল হত্যা ও লুটপাটকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২১: ৩৫
গাইবান্ধায় সাঁওতাল হত্যা ও লুটপাটকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা নাট্য সংস্থার সামনে এ বিক্ষোভ করা হয়। 

সাহেবগঞ্জ বাগদা ফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী–বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জন–উদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী প্রিসিলা মুরমু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী গোলাম রব্বানী মুসা, অঞ্জলী রানী দেবী, জেলা বিএনপির নেতা সাহেদ হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা সুফল হেমব্রম, থমাস হেমব্রম, সুচিত্রা মুরমু তৃষ্ণা, নারী নেত্রী নাজমা বেগম প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ছয় বছর পেরিয়ে গেছে। এমন একটি বীভৎস, অমানবিক ঘটনার আজও বিচার কাজ শুরু হয়নি। অথচ সাঁওতাল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

তাঁরা বলেন, উপরন্তু সন্ত্রাসীরা নতুন করে সাঁওতালদের বাড়ি, কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ভাঙচুর, মারধর, ভয়ভীতি ও জমি দখল করছে। এ নিয়ে সাঁওতালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবি জানানো হয়। 

সারা দেশে সাঁওতালসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানবাধিকার, জীবন মানের দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী বিলুপ্ত হওয়ার পথে। শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীই বিলুপ্ত হচ্ছে না, তাঁদের সংস্কৃতি, ভাষাও বিলুপ্ত হচ্ছে। পরিণত হচ্ছে দেশের দরিদ্রতম জনগোষ্ঠীতে।

গাইবান্ধায় সাঁওতাল হত্যা ও লুটপাটকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা অধিকাংশই ভূমিহীন, তাঁদের কাছে ভূমি নেই। উন্নয়ন প্রকল্পের নামে ক্রমাগত সাঁওতালসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীকে উচ্ছেদ করা হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাঁওতালরা তাদের অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত। 

সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সাঁওতাল-বাঙালি নারী-পুরুষেরা তাদের অধিকার ও দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাঁওতাল নারী-পুরুষেরা তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও তির, ধনুকসহ অংশগ্রহণ করে। 

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ ও নাগরিক সংগঠন জন–উদ্যোগ, গাইবান্ধার যৌথ উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত