Ajker Patrika

সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল ছেলের মাথায় পড়ে মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২: ০৪
সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল ছেলের মাথায় পড়ে মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল মাথায় পড়ে রহমত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার জাহিনুর হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদ আসর নিহত শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে জাহিনুর হোসেন নিজ বাড়িতে গাছ কাটছিলেন। গাছের কাটা একটি ডাল বাড়ির টিনের চালায় আটকা ছিল। রশি দিয়ে চালা থেকে ডালটি নামাচ্ছিলেন জাহিনুর। এ সময় শিশু রহমত বসতঘর থেকে দৌড়ে বাবার কাছে যায়। সেই মুহূর্তে ডালটি শিশুটির মাথায় পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা আহত রহমতকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠায়। রমেকে নেওয়ার পথে শিশুটি মারা যায়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত