পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আহমদিয়াদের সালানা জলসা বন্ধ হওয়ার পর সামাজিক মাধ্যমে ও নানাভাবে গুজব রটানো হয় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন (কাদিয়ানী) দুইজন মুসলমানকে জবাই করে হত্যা করেছে। গুজবকারিরা বিভিন্ন স্থানে গিয়ে নিজেরা লাশ দেখে এসেছে জানিয়ে লোকজনকে উত্তেজিত করে তোলে। তবে স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দেশীয় লাঠিসোটা নিয়ে রাস্তায় নামে। আতঙ্কে পঞ্চগড় শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যান চলাচলও বন্ধ হয়। বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। এ সময় পঞ্চগড় শহরের কদমতলা এলাকায় ওয়াকার জুতার শোরুমসহ দুটি দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা। ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়। একপর্যায়ে শহরের সিনেমা হল সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিছু হটে বিক্ষোভকারীরা।
ওয়াকার শোরুমের ব্যবস্থাপক মাসুদ কুমার বলেন, আচমকা হামলা ও লুটপাট চালিয়ে শোরুম একেবারে শুন্য করে দেয়া হয়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পরিস্থতি শান্ত রাখতে লোকজনকে গুজবে কান না দিতে রাত সাড়ে নয়টায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে সতর্কতামূলক মাইকিং করেন। তিনি কাদিয়ানীদের দ্বারা কোনো মানুষকে হত্যা করা হয়নি দাবি করে বলেন এটি শুধু গুজব। তিনি লোকজনকে আতঙ্কিত না হয়ে এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার আহ্বান জানান। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও গুজবে কান না দিতে প্রচারণা চালানো হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা বলেন, রাতেই পুলিশ অনুসন্ধান চালিয়ে গুজব রটানো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বিসহ আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের মাধ্যমে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বর্তমানে পরিস্থতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আাওয়ামী লীগের নেতাকর্মীরা রাতেই সন্ত্রাসবিরোধী মিছিল করে। মসজিদ থেকে ঘোষণা দিয়ে ও নানাভাবে গুজব ঠেকাতে কাজ করে জনসাধারণকে শান্ত করার চেষ্ঠা করে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
পঞ্চগড়ে আহমদিয়াদের সালানা জলসা বন্ধ হওয়ার পর সামাজিক মাধ্যমে ও নানাভাবে গুজব রটানো হয় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন (কাদিয়ানী) দুইজন মুসলমানকে জবাই করে হত্যা করেছে। গুজবকারিরা বিভিন্ন স্থানে গিয়ে নিজেরা লাশ দেখে এসেছে জানিয়ে লোকজনকে উত্তেজিত করে তোলে। তবে স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দেশীয় লাঠিসোটা নিয়ে রাস্তায় নামে। আতঙ্কে পঞ্চগড় শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যান চলাচলও বন্ধ হয়। বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। এ সময় পঞ্চগড় শহরের কদমতলা এলাকায় ওয়াকার জুতার শোরুমসহ দুটি দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা। ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়। একপর্যায়ে শহরের সিনেমা হল সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিছু হটে বিক্ষোভকারীরা।
ওয়াকার শোরুমের ব্যবস্থাপক মাসুদ কুমার বলেন, আচমকা হামলা ও লুটপাট চালিয়ে শোরুম একেবারে শুন্য করে দেয়া হয়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পরিস্থতি শান্ত রাখতে লোকজনকে গুজবে কান না দিতে রাত সাড়ে নয়টায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে সতর্কতামূলক মাইকিং করেন। তিনি কাদিয়ানীদের দ্বারা কোনো মানুষকে হত্যা করা হয়নি দাবি করে বলেন এটি শুধু গুজব। তিনি লোকজনকে আতঙ্কিত না হয়ে এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার আহ্বান জানান। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও গুজবে কান না দিতে প্রচারণা চালানো হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা বলেন, রাতেই পুলিশ অনুসন্ধান চালিয়ে গুজব রটানো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বিসহ আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের মাধ্যমে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বর্তমানে পরিস্থতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আাওয়ামী লীগের নেতাকর্মীরা রাতেই সন্ত্রাসবিরোধী মিছিল করে। মসজিদ থেকে ঘোষণা দিয়ে ও নানাভাবে গুজব ঠেকাতে কাজ করে জনসাধারণকে শান্ত করার চেষ্ঠা করে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে