ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ২৭৬ জন কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে খনি কর্তৃপক্ষকে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খনির প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বড়পুকুরিয়া কয়লাখনি একটি লাভজনক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খনি চালুর সময় মাস্টাররোল ও ক্যাজুয়াল ভিত্তিতে ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে যেসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে স্থায়ী না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ চালানো হয়।’
তিনি জানান, বর্তমানে এই আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা ২৭৬। এর মধ্যে ২০০৮ সালে কিছু লোককে স্থায়ী করা হলেও ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কাউকে স্থায়ী করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে চারবার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
আশরাফুল ইসলাম আরও বলেন, ‘খনির অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী যেখানে ২ হাজার ৬৭৪ জন কাজ করার কথা, সেখানে ২০১৬ সালে তা সংশোধন করে মাত্র ৯১২ জনে নামিয়ে আনা হয়। স্থায়ী কর্মকর্তারা যেখানে প্রফিট বোনাস, ফেস বোনাস, ইনসেনটিভ, ইনক্রিমেন্ট, মাইনিং ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, লাঞ্চ সাবসিডি ও বিনোদন ভাতা পাচ্ছেন, সেখানে আউটসোর্সিং কর্মীরা এসব সুবিধা থেকে বঞ্চিত।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানালেও কোনো সমাধান মেলেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। তাই আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবি না মানলে রাজপথ ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীরা। সংবাদ সম্মেলন শেষে খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ২৭৬ জন কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে খনি কর্তৃপক্ষকে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খনির প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বড়পুকুরিয়া কয়লাখনি একটি লাভজনক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খনি চালুর সময় মাস্টাররোল ও ক্যাজুয়াল ভিত্তিতে ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে যেসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে স্থায়ী না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ চালানো হয়।’
তিনি জানান, বর্তমানে এই আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা ২৭৬। এর মধ্যে ২০০৮ সালে কিছু লোককে স্থায়ী করা হলেও ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কাউকে স্থায়ী করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে চারবার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
আশরাফুল ইসলাম আরও বলেন, ‘খনির অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী যেখানে ২ হাজার ৬৭৪ জন কাজ করার কথা, সেখানে ২০১৬ সালে তা সংশোধন করে মাত্র ৯১২ জনে নামিয়ে আনা হয়। স্থায়ী কর্মকর্তারা যেখানে প্রফিট বোনাস, ফেস বোনাস, ইনসেনটিভ, ইনক্রিমেন্ট, মাইনিং ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, লাঞ্চ সাবসিডি ও বিনোদন ভাতা পাচ্ছেন, সেখানে আউটসোর্সিং কর্মীরা এসব সুবিধা থেকে বঞ্চিত।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানালেও কোনো সমাধান মেলেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। তাই আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবি না মানলে রাজপথ ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীরা। সংবাদ সম্মেলন শেষে খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে