Ajker Patrika

ফুলছড়িতে ৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
ফুলছড়িতে ৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য

গাইবান্ধার ফুলছড়িতে ৭ হাজার ১২৩ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করায় এরই মধ্যে রোপা আমনের চারা প্রস্তুত করেছেন কৃষকেরা। খরচ কম হওয়ায় কৃষকেরা এবার রোপা আমন আবাদের দিকে ঝুঁকছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলায় চলতি ২০২১-২২ মৌসুমে ৭ হাজার ১২৩ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চফলনশীল জাতের ৪ হাজার ২৪৩ হেক্টর, হাইব্রিড জাতের ৩০ হেক্টর ও স্থানীয় জাতের ২ হাজার ৮৫০ হেক্টর। এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৮৯৭ টন।

উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া, উদাখালী ও গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে রোপা আমন চাষে এবার কোনো সমস্যা হবে না। কয়েক দিনের মধ্যেই আমনের চারা রোপণ শুরু হবে। রোপা আমনে খরচ কম হওয়ায় দিন দিন এ জাতের ধান চাষ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তাঁরা।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতলুবর রহমান বলেন, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় চলতি মৌসুমে রোপা আমন চাষ সফল করতে এরই মধ্যে আমনের চারা প্রস্তুত করা হয়েছে। কৃষকেরা বর্তমানে রোপা আমন চাষের প্রস্তুতি গ্রহণ করছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমনের চারা রোপণের কার্যক্রম শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত