সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকায়। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। আশপাশের সব বগি থাকলেও নেই শুধু ‘ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নন, তাঁর মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোঁজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে উঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরীক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পেছনের ৭৬৬ নম্বর ‘ঞ’ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ড্যামেজ ঘোষণা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯টায় এই বগির আসনে টিকিট ক্রয় করা যাত্রীরা হাজির হন স্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুরে পৌঁছালে যাত্রীরা টিকিটের আসন পেতে উল্লেখিত বগি খুঁজতে ছুটোছুটি করে। সামনে বা পেছনে কোথাও খুঁজে পাননি বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন, তা না হলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন।
মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে। আহসান হাবিব নামের এক যাত্রী জানান, ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকিট নিয়ে দাঁড়িয়েই ৪০০ কিলোমিটারের পথ ভ্রমণ করছেন তিনি।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘প্রতি ১ হাজার কিলোমিটার পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি স্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষণা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।’
ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকায়। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। আশপাশের সব বগি থাকলেও নেই শুধু ‘ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নন, তাঁর মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোঁজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে উঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরীক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পেছনের ৭৬৬ নম্বর ‘ঞ’ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ড্যামেজ ঘোষণা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯টায় এই বগির আসনে টিকিট ক্রয় করা যাত্রীরা হাজির হন স্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুরে পৌঁছালে যাত্রীরা টিকিটের আসন পেতে উল্লেখিত বগি খুঁজতে ছুটোছুটি করে। সামনে বা পেছনে কোথাও খুঁজে পাননি বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন, তা না হলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন।
মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে। আহসান হাবিব নামের এক যাত্রী জানান, ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকিট নিয়ে দাঁড়িয়েই ৪০০ কিলোমিটারের পথ ভ্রমণ করছেন তিনি।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘প্রতি ১ হাজার কিলোমিটার পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি স্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষণা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।’
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৬ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২১ মিনিট আগে