Ajker Patrika

চাঞ্চল্যকর তিন খুনের প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
চাঞ্চল্যকর তিন খুনের প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার রেশ ধরে সংঘটিত তিন খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। 

আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়ায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির রংপুর জোনের পুলিশ সুপার আতাউর রহমান। 

পুলিশ সুপার জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। বিষয়টি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মেনে নিতে পারেননি। তখন থেকেই তাঁকে হত্যা করার পরিকল্পনা শুরু করেন। নির্বাচনের দীর্ঘদিন পরে চলতি বছরের ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করা হয়। আজিজুল ইসলাম দৌড়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা তাঁকে টেনে হিঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এরপর আজিজুল ইসলামের সমর্থক রেয়াজুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড দুটি দেখে ফেলায় নিহত আজিজুল ইসলামের ভাতিজি ১১ বছরের শিশু মোনালিসাকে ঘটনার ৪ মাস পর হত্যা করা হয়। 

পুলিশ সুপার আতাউর রহমান জানান, আসামি শফিকুল ইসলামকে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় বেশ কজন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শফিকুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১৩টি বল্লম, দুটি ছোড়া ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত