ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০০ পরিবার।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকার সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।
স্থানীয়রা জানান, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্থানীয়রা সাধারণ লোডশেডিং মনে করেন। সকালে জানতে পারেন, পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ।
স্থানীয়রা আরও জানান, দুই মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বলেন, চুরি হওয়া ট্রান্সফরমারটি ২৫০ কেভির, যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎসেবা পান। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগেও একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফরমারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০০ পরিবার।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকার সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।
স্থানীয়রা জানান, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্থানীয়রা সাধারণ লোডশেডিং মনে করেন। সকালে জানতে পারেন, পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ।
স্থানীয়রা আরও জানান, দুই মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বলেন, চুরি হওয়া ট্রান্সফরমারটি ২৫০ কেভির, যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎসেবা পান। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগেও একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফরমারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
২৮ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে