Ajker Patrika

মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ফুলবাড়ীর রাজু কুমার গুপ্ত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ১৭: ০৬
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ফুলবাড়ীর রাজু কুমার গুপ্ত

মালদ্বীপে আয়োজিত ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ সফল ব্যবসায়ী হিসেবে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্যবসায়ী গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত। 

গতকাল শুক্রবার রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালেতে ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনাসহ এই সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানসহ এশিয়ার আটটি দেশের ৩০ জন বরেণ্য ব্যক্তিকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের মৎস্য ও মহাসাগর বিষয়ক মন্ত্রী আহমেদ সিয়াম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও সালমান কিং মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। 

বিশেষ অতিথি ছিলেন ওই দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ, বাংলাদেশ সরকারের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, হাইকমিশনার শ্রমবিষয়ক কাউন্সিলর মো. সোহেল পারভেজ, বাসার গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড সিইও এম এ বাসার আবু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের পরিচালক মো. জাকির হোসেন, মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আমজাদ হোসেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের পরিচালক ও দক্ষিণ এশিয়ার প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু। 
অনুষ্ঠানে বক্তারা দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনা দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচনা করেন এবং পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে পারস্পরিক সম্প্রীতির কথা উল্লেখ্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত