ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের একটি লাইনে দাঁড়িয়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেলকোচ। সেই কোচের দেয়াল জুড়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন, ছয় দফাসহ বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাস। কোচটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।’
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, জাদুঘরটি দেখতে ভিড় করছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সী, শ্রেণি-পেশার মানুষ। জাদুঘরটির প্রতি সকলের কৌতূহল ভেতরে কী রয়েছে! সেই সঙ্গে বাইরে সেখানে কেউ সেলফি তুলছেন, কেউবা কোচটির ভেতরে ঢুকে ঘুরে দেখছেন।
কোচের ভেতরে প্রবেশ করতেই কানে ভেসে আসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। দরজার পাশে মুজিব শতবর্ষের লোগো। রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আন্দোলন-সংগ্রাম নিয়ে ভিডিও চিত্র। জাদুঘরটিতে রাখা হয়েছে জাতির পিতার টুঙ্গিপাড়ার বাড়ির আলোকচিত্র, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ ও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি। আছে বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, দলীয় প্রতীক নৌকা, মুজিব কোট, তামাকের পাইপ, বঙ্গবন্ধুর লেখা বই, পাকিস্তানিদের আত্মসমর্পণের আলোকচিত্র, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু সমাধি সৌধের রেপ্লিকা।
রেল কোচের এক পাশে ছোট্ট পরিসরে জয় বাংলা স্লোগানের আদলে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন বুকশেলফ। সেখানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন বই এবং তাঁর কর্মময় জীবনের ওপরে লেখা বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ কিছু বই। রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’।
জাদুঘরটি দেখতে আসা শিক্ষার্থী অনামিকা সরকার বলেন, ‘লোক মুখে শুনে এই জাদুঘরটি দেখতে এসেছি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এমন একটা চমক দেখতে পেলাম। খুব ভালো লাগছে।’
মোস্তাকিম হোসেন নামের একজন ট্রেনের যাত্রী বলেন, ‘স্টেশনে এসে দেখি ভ্রাম্যমাণ জাদুঘর। পুরোটা ঘুরে দেখলাম। এটি খুবই ভালো উদ্যোগ এখান থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ছয় দফাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কেও জানতে পারবে।’
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আংশিক জীবনী তুলে ধরতে রেলপথ মন্ত্রণালয় এই জাদুঘরটি নির্মাণ করেছেন। স্থিরচিত্র, রেপ্লিকা ও ভিডিও চিত্রের মাধ্যমে পরিপাটি করে সাজানো হয়েছে পুরো জাদুঘর। জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের যাত্রা ১ আগস্ট ২০২২ থেকে শুরু হয়। ওই দিন গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে জাদুঘরের যাত্রা শুরু হয়। একটি মিটারগেজ ও একটি ব্রডগেজ বিশেষ কোচে নির্মিত অত্যাধুনিক জাদুঘর দেশের ৩৫টি রেলস্টেশনে প্রদর্শিত হবে।
এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে কোচটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ফুলবাড়ী এসে পৌঁছায়। বর্তমানে এটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাদুঘরটি। আগামী বুধবার পর্যন্ত এটি ফুলবাড়ী রেলস্টেশনে থাকবে। সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।’
খাইরুল ইসলাম আরও বলেন, ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের দর্শনার্থীরা আসছেন এখানে। বিনা মূল্যে সবাই ঘুরে দেখছেন এটি। ১৭ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় থেকে ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরটি যাত্রা শুরু করে, শিডিউল অনুযায়ী প্রতিটি স্টেশনে দাঁড়ায় দর্শনার্থীদের প্রদর্শনের জন্য। বুধবার রাতে বিরামপুর অভিমুখে রওনা দেবে।’
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের একটি লাইনে দাঁড়িয়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেলকোচ। সেই কোচের দেয়াল জুড়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন, ছয় দফাসহ বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাস। কোচটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।’
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, জাদুঘরটি দেখতে ভিড় করছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সী, শ্রেণি-পেশার মানুষ। জাদুঘরটির প্রতি সকলের কৌতূহল ভেতরে কী রয়েছে! সেই সঙ্গে বাইরে সেখানে কেউ সেলফি তুলছেন, কেউবা কোচটির ভেতরে ঢুকে ঘুরে দেখছেন।
কোচের ভেতরে প্রবেশ করতেই কানে ভেসে আসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। দরজার পাশে মুজিব শতবর্ষের লোগো। রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আন্দোলন-সংগ্রাম নিয়ে ভিডিও চিত্র। জাদুঘরটিতে রাখা হয়েছে জাতির পিতার টুঙ্গিপাড়ার বাড়ির আলোকচিত্র, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ ও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি। আছে বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, দলীয় প্রতীক নৌকা, মুজিব কোট, তামাকের পাইপ, বঙ্গবন্ধুর লেখা বই, পাকিস্তানিদের আত্মসমর্পণের আলোকচিত্র, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু সমাধি সৌধের রেপ্লিকা।
রেল কোচের এক পাশে ছোট্ট পরিসরে জয় বাংলা স্লোগানের আদলে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন বুকশেলফ। সেখানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন বই এবং তাঁর কর্মময় জীবনের ওপরে লেখা বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ কিছু বই। রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’।
জাদুঘরটি দেখতে আসা শিক্ষার্থী অনামিকা সরকার বলেন, ‘লোক মুখে শুনে এই জাদুঘরটি দেখতে এসেছি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এমন একটা চমক দেখতে পেলাম। খুব ভালো লাগছে।’
মোস্তাকিম হোসেন নামের একজন ট্রেনের যাত্রী বলেন, ‘স্টেশনে এসে দেখি ভ্রাম্যমাণ জাদুঘর। পুরোটা ঘুরে দেখলাম। এটি খুবই ভালো উদ্যোগ এখান থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ছয় দফাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কেও জানতে পারবে।’
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আংশিক জীবনী তুলে ধরতে রেলপথ মন্ত্রণালয় এই জাদুঘরটি নির্মাণ করেছেন। স্থিরচিত্র, রেপ্লিকা ও ভিডিও চিত্রের মাধ্যমে পরিপাটি করে সাজানো হয়েছে পুরো জাদুঘর। জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের যাত্রা ১ আগস্ট ২০২২ থেকে শুরু হয়। ওই দিন গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে জাদুঘরের যাত্রা শুরু হয়। একটি মিটারগেজ ও একটি ব্রডগেজ বিশেষ কোচে নির্মিত অত্যাধুনিক জাদুঘর দেশের ৩৫টি রেলস্টেশনে প্রদর্শিত হবে।
এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে কোচটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ফুলবাড়ী এসে পৌঁছায়। বর্তমানে এটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাদুঘরটি। আগামী বুধবার পর্যন্ত এটি ফুলবাড়ী রেলস্টেশনে থাকবে। সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।’
খাইরুল ইসলাম আরও বলেন, ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের দর্শনার্থীরা আসছেন এখানে। বিনা মূল্যে সবাই ঘুরে দেখছেন এটি। ১৭ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় থেকে ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরটি যাত্রা শুরু করে, শিডিউল অনুযায়ী প্রতিটি স্টেশনে দাঁড়ায় দর্শনার্থীদের প্রদর্শনের জন্য। বুধবার রাতে বিরামপুর অভিমুখে রওনা দেবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে