Ajker Patrika

ভরে গেছে রংপুর জিলা স্কুল মাঠ, সড়কেও মানুষের ঢল 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
ভরে গেছে রংপুর জিলা স্কুল মাঠ, সড়কেও মানুষের ঢল 

রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল মেনেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে মানুষ জনসভায় আসার শুরু করেছেন। আজ বুধবার বিকেল তিনটায় জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। কিন্তু দুপুর ১২টার আগে জনসভার মাঠ নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢলে ভরাট হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, এখনো উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষ জনসভায় আসছেন। মাঠ ভরাট হওয়ায় অবস্থান নিচ্ছেন নগরীর বিভিন্ন সড়কে। তাঁরা প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার অপেক্ষা করছেন তারা।

কয়েক দিন ধরে দলের উচ্চপর্যায়ের নেতারা বলেছিলেন, প্রধানমন্ত্রী রংপুরের জন্য চমক নিয়ে আসছেন। সেই চমকটি কী সেটিই প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার অধীর আগ্রহে অবস্থান করছে উত্তরের মানুষ।

রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল মেনেছে। ছবি: আজকের পত্রিকারংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করেছে। ১০ লাখ টার্গেট নিয়ে নেতারা কয়েক দিন ধরে কাজ করছেন।

জনসভায় আসা অন্তত ২০ জন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এসেছেন প্রধানমন্ত্রীর মুখ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা শুনতে। মূলত এটাই হতে পারে প্রধানমন্ত্রীর চমক।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য সায়েদুল হক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে উত্তরের ২ কোটি মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছি। আশা করি প্রধানমন্ত্রী আজ আমাদের দাবি মেনে নেবেন।’

রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল মেনেছে। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার জন্য।’

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিলে এই জনসভায় আসা মানুষদের মুখে হাসি ফুটে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত