Ajker Patrika

শ্যালকের লাঠির আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
শ্যালকের লাঠির আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই রমজান আলী (৪৫) নিহতের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে শালার লাঠির আঘাতে দুলা ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের সদেল হকের পুত্র। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করছে পুলিশ।

নিহত রমজান আলী উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের সদেল হকের ছেলে। অভিযুক্ত শ্যালকের নাম শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রমজান আলীর সঙ্গে তাঁর চাচাতো শ্যালক শফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মারামারিতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল আলম শাহ্ বলেন, পুলিশকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে তিনজন আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় এখনো কোনো অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত