Ajker Patrika

বনভোজনে এসে তিস্তায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০: ২৮
বনভোজনে এসে তিস্তায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তার ডালিয়া ব্যারাজ এলাকায় বনভোজনে এসে গোসলে নেমে নদীতে ডুবে সাগর চন্দ্র (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

সাগর চন্দ্র ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে। সে উপজেলার নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। 

নদীতে ডুবে সাগরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডিমলা থানায় আনা হয়েছে।’ 

শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রি স্টার কোচিং সেন্টার থেকে ৬৩ জন শিক্ষার্থী আজ সকালে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এলাকায় বনভোজনে আসে। দুপুরের দিকে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে বন্ধুরা উঠে এলেও সাগর উঠে আসেনি। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানায়। জেলেরা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে তিস্তা ব্যারাজের ৫২ নম্বর জলকপাটের সামনে পানির নিচে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাগরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

থ্রি স্টার কোচিং সেন্টারের শিক্ষক শফিউল্লা সালাফি বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত