ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ফেডারেশন সেন্টারে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-আলতাফ (৫০), আজিজুল হক (৪৫), রাফি (৩৫) ও শামসুল ইসলাম (৪৯)।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় একজনের চোখে এবং কয়েকজনের পায়ে বুলেট লাগে।
ভূরুঙ্গামারী হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, জরুরি বিভাগে ৮ ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজন চোখে আঘাত নিয়ে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনের পায়ে ক্ষত রয়েছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুলেট ছোড়ার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ফেডারেশন সেন্টারে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-আলতাফ (৫০), আজিজুল হক (৪৫), রাফি (৩৫) ও শামসুল ইসলাম (৪৯)।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় একজনের চোখে এবং কয়েকজনের পায়ে বুলেট লাগে।
ভূরুঙ্গামারী হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, জরুরি বিভাগে ৮ ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজন চোখে আঘাত নিয়ে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনের পায়ে ক্ষত রয়েছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুলেট ছোড়ার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)। আজ শনিবার বিকেলে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে
৪ মিনিট আগেদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সে জন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত
১২ মিনিট আগেরাজধানীর পুরান পল্টনের ব্যস্ত এলাকায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আজ শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে পুরান পল্টনের ‘সাব্বির টাওয়ার’ নামের একটি দশতলা ভবনের শীর্ষ তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। ভবনটি ফারস হোটেলের ঠিক বিপরীতে অবস্থিত।
১৫ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার খেয়াঘাটে তিস্তার শাখা নদীতে নির্মিত সেতু ভেঙে যাওয়ার সাত মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণের মাত্র ৯ মাসের মাথায় গত বছরের অক্টোবরে বন্যার স্রোতে ভেসে যায় সেতুটি। তা আজও পুনর্নির্মাণ বা মেরামত করা হয়নি
১৮ মিনিট আগে