Ajker Patrika

ভূরুঙ্গামারীতে নির্বাচনী সহিংসতায় পুলিশের ছোড়া বুলেটে আহত ৪ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে নির্বাচনী সহিংসতায় পুলিশের ছোড়া বুলেটে আহত ৪ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ফেডারেশন সেন্টারে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-আলতাফ (৫০), আজিজুল হক (৪৫), রাফি (৩৫) ও শামসুল ইসলাম (৪৯)। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় একজনের চোখে এবং কয়েকজনের পায়ে বুলেট লাগে। 

ভূরুঙ্গামারী হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, জরুরি বিভাগে ৮ ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজন চোখে আঘাত নিয়ে এসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনের পায়ে ক্ষত রয়েছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 
 
বুলেট ছোড়ার বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত