Ajker Patrika

টিকা নিতে হুড়োহুড়ি, আহত ৫

রংপুর প্রতিনিধি
টিকা নিতে হুড়োহুড়ি, আহত ৫

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে টিকা নিতে গিয়ে হুড়োহুড়ি করে পাঁচজন নারী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে এই ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আমেনা বেগম (৭৫), আরজিনা বেগম (৪৫), মৌসুমি আক্তার (৪৮), মাহবুবা (৩০) ও সালেহা বেগম (৪০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে টিকার প্রথম ডোজ নিতে সকাল থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। নারী এবং পুরুষের জন্য আলাদা সারি করা হয়। এর মধ্যে নারীদের সারিটি দীর্ঘ ছিল। একপর্যায়ে সারিতে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা ধাক্কাধাক্কি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। হুড়োহুড়ির একপর্যায়ে ওই পাঁচ নারী আহত হন। 

আহত আমেনা বেগম জানান, ‘আমার নাতি আমাকে গেটোত থুয়া কইল, হাটি যায়া টিকা দেইস। আমি গেটোত আসনু, আর গেট খুলি দিল। ধাক্কাধাক্কিতে আমি পড়ি গেছু। বুকোত, ঠ্যাংগোত ব্যথা পাইছু খুব।’ 

ঘটনাস্থলে থাকা আহম্মদ আলী নামের এক যুবক জানান, গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কে আগে যাবে আর কে পড়ে যাবে এই নিয়ে ধাক্কাধাক্কি। এতে কয়েকজন নারী পড়ে গিয়ে আহত হন। 

দায়িত্বরত পুলিশ সদস্য আবুল কালাম আজাদ জানান, হুড়োহুড়ির কারণে কয়েকজন পড়ে যান। সাময়িক সময়ের জন্য একটু বিশৃঙ্খলা হলেও পরে সুষ্ঠুভাবে টিকার কার্যক্রম চলেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত