Ajker Patrika

সরিষার তেলে সয়াবিন-পামঅয়েল মেশানোর সময় হাতেনাতে ধরা

গাইবান্ধা প্রতিনিধি
সরিষার তেলে সয়াবিন-পামঅয়েল মেশানোর সময় হাতেনাতে ধরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল’ এ সরিষা তেল এর সঙ্গে সয়াবিন তেল মেশানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে নির্বাহী মেজিস্ট্রেট এই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে কারখানার পাঁচ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। 

জানা যায়, আগেও তেলে ভেজাল দেওয়ার অপরাধে এ মিলের মালিককে জরিমানা করা হয়েছিল। 

ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, পচা সরিষা দিয়ে উৎপাদন করা হতো তেল। সেই তেলের সঙ্গে পামঅয়েল, সয়াবিন মিশিয়ে অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তেল বাজারজাত করে আসছিল মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল। মিলের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষা তেল মজুত করে রাখা হয়েছে যা রান্নার কাজে ব্যবহার এবং খাওয়ার অনুপযোগী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সরিষা তেলের সঙ্গে সয়াবিন ও পামঅয়েল মিশিয়ে বাজারজাত করে আসছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে ও জরিমানা করা হয়েছে। 
 
এ বিষয়ে মিলের ম্যানেজার তনু বলেন, আমাদের ভুল হয়েছে। আর কখনও এমন হবে না। 

তবে এ বিষয়ে মিলের মালিক দেবনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত