Ajker Patrika

পার্কের কক্ষে একান্তে তরুণ-তরুণী, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
পার্কের কক্ষে একান্তে তরুণ-তরুণী, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

ঠাকুরগাঁওয়ের একটি পার্কের কক্ষে একান্ত অবস্থায় তরুণ-তরুণীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই দুজনসহ মোট পাঁচজনকে অনৈতিক কার্যকলাপের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্ন জগৎ পার্ক থেকে ওই পাঁচজনকে আটক করা হয় বলে আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান জানান। 

তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে পার্কের একটি কক্ষে ‘অনৈতিক কার্যক্রমের সময়’ এক তরুণ ও তরুণীকে আটক করা হয়। পরে তাঁদের সহযোগিতার অভিযোগে পার্কের তিন কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সামসুজ্জামান আরো জানান, অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পার্কটিতে ভবিষ্যতে ‘এ ধরনের অনৈতিক কাজের’ পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য পার্কের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেনের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত