Ajker Patrika

কুড়ালের কোপে স্ত্রীকে হত্যার পর থানায় হাজির যুবক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২২: ২৩
টাঙ্গাইলের মির্জাপুরে থানায় আত্মসমর্পণ করা আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে থানায় আত্মসমর্পণ করা আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে থানায় আত্মসমর্পণ করেছেন আব্দুল লতিফ। এর আগে ওই দিন দুপুরে তিনি রোজিনা বেগমকে (৩৫) শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে হত্যা করেন।

আজ মঙ্গলবার হত্যার কথা স্বীকার করে আব্দুল লতিফ আদালতে জবানবন্দি দিয়েছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদুল ইসলাম জানান, টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে লতিফ মিয়া স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। তাঁর স্বামী লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল লতিফ প্রবাসে থাকার সময় রোজিনা বেগম বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তাঁর স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু স্ত্রী কৌশলে সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে বছরখানেক ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। এক সপ্তাহ আগে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান।

গত রোববার লতিফ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। গতকাল সকালে ছেলে-মেয়ে স্কুলে চলে গেলে দুপুরে রোজিনা ঘরে শুয়ে ছিলেন। তখন লতিফ কুড়াল দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত