Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বিএনপির সভামঞ্চে অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০: ২৮
ঠাকুরগাঁওয়ে বিএনপির সভামঞ্চে অগ্নিসংযোগ

ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন। ঘণ্টাব‌্যা‌পী চলা সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ার‌শেল নিক্ষেপ করে। বিএনপির অভিযোগ এ সময় তাঁদের অফিস ভাঙচুর, সভামঞ্চ ও অফিসেও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ শনিবার বিকেলে রু‌হিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা‌ ছি‌ল। সমাবেশ শুরু হওয়ার আগে দল‌ দুটির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে প‌ড়েন। এতে উভয় প‌ক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় দুটি মোটরসাইকেল।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারপিট করে। তারা আমাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে, অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসেও অগ্নিসংযোগ করেছে। আমাদের অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।’

দুই দলের সংঘর্ষে মোটারসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাঅগ্নিসংযোগের কথা মিথ্যা দা‌বি করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘বিএন‌পির নেতা-কর্মীরা নি‌জেরাই তাঁদের অফিসে অগ্নিসংযোগ করেছে। আমা‌দের ৭ ‌থে‌কে ৮‌টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং অসংখ্য নেতা-কর্মীদের তারা মারপিট ক‌রে আহত ক‌রে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নি‌চ্ছি।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তারপরও কয়েকজন আহত হন। প‌রে টিয়ার‌শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত