কাউনিয়া, রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় একটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধাবঞ্চিত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘সুবিধাবঞ্চিত মৎস্যজীবীর’ ব্যানারে একদল মৎস্যজীবী সরকারি বিল ইজারা নিয়ে তাদের সুবিধাবঞ্চিত করার অভিযোগ তুলে ওই সমিতির নিবন্ধন বাতিলের দাবি করেছেন।
উপজেলা পরিষদের সামনে দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ ও কতিপয় লোকজন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে এবং মৎস্যজীবীদের নাম দিয়ে নেপ্তিডাঙ্গা ও হকুডাঙ্গাপাড় মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন করেন। ৯ বছর ধরে এ পর্যন্ত তাঁরা সরকারি দুটি বিল ইজারা নেয়। দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ নিজেই মাছ চাষ করে আসছেন। আর এতে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই বেআইনি কার্যক্রম পরিচালনায় উপজেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা জড়িত।
তারা আরও বলেন, আমরা সুবিধাবঞ্চিত মৎস্যজীবীরা বেআইনি কার্যক্রম পরিচালিত এ সমবায় সমিতির নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন—সারাই ইউনিয়নের সাবেক সদস্য আফছার আলী, মৎস্যজীবী আমির হামজা, আলিফ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।
তবে অভিযোগের বিষয়ে বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়েও তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মৎস্যজীবী সমবায় সমিতির বেআইনি কার্যক্রম পরিচালনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় বিল ইজারা অনলাইন করতে মৎস্যজীবী সমিতিকে সহযোগিতা করা হয়। তবে ওই সমিতির সদস্যদের মধ্যে বিরোধ থাকায় তাঁরা বিভিন্ন অভিযোগ করেছেন।’
রংপুরের কাউনিয়ায় একটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধাবঞ্চিত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘সুবিধাবঞ্চিত মৎস্যজীবীর’ ব্যানারে একদল মৎস্যজীবী সরকারি বিল ইজারা নিয়ে তাদের সুবিধাবঞ্চিত করার অভিযোগ তুলে ওই সমিতির নিবন্ধন বাতিলের দাবি করেছেন।
উপজেলা পরিষদের সামনে দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ ও কতিপয় লোকজন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে এবং মৎস্যজীবীদের নাম দিয়ে নেপ্তিডাঙ্গা ও হকুডাঙ্গাপাড় মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন করেন। ৯ বছর ধরে এ পর্যন্ত তাঁরা সরকারি দুটি বিল ইজারা নেয়। দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ নিজেই মাছ চাষ করে আসছেন। আর এতে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই বেআইনি কার্যক্রম পরিচালনায় উপজেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা জড়িত।
তারা আরও বলেন, আমরা সুবিধাবঞ্চিত মৎস্যজীবীরা বেআইনি কার্যক্রম পরিচালিত এ সমবায় সমিতির নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন—সারাই ইউনিয়নের সাবেক সদস্য আফছার আলী, মৎস্যজীবী আমির হামজা, আলিফ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।
তবে অভিযোগের বিষয়ে বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়েও তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মৎস্যজীবী সমবায় সমিতির বেআইনি কার্যক্রম পরিচালনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় বিল ইজারা অনলাইন করতে মৎস্যজীবী সমিতিকে সহযোগিতা করা হয়। তবে ওই সমিতির সদস্যদের মধ্যে বিরোধ থাকায় তাঁরা বিভিন্ন অভিযোগ করেছেন।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৬ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৮ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে