ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। উপনির্বাচনে এ এইচ এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।
এদিকে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কম পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজনের। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩২৮ ভোট এবং আমিনুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৭৮৪ ভোট।
আজ বৃহস্পতিবার ভোট গণনা শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।
রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। উপনির্বাচনে এ এইচ এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।
এদিকে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কম পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজনের। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩২৮ ভোট এবং আমিনুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৭৮৪ ভোট।
আজ বৃহস্পতিবার ভোট গণনা শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।
রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
৩৪ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
৩৮ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে