Ajker Patrika

রংপুরে বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩২১ 

রংপুর প্রতিনিধি
রংপুরে বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩২১ 

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ ছাড়া নতুন করে আরও ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্বাস্থ্য পরিচালক জানান, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৮৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৯০ শতাংশ। 

মৃত তিনজনের মধ্যে একজন নীলফামারী ও দুজন দিনাজপুর জেলার বাসিন্দা। 

নতুন শনাক্তদের মধ্যে রংপুরে ১০১, দিনাজপুরে ৫৯, নীলফামারীতে ৪৯, ঠাকুরগাঁওয়ে ৩১, পঞ্চগড়ে ২৭, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৬ ও কুড়িগ্রামে ১১ জন রয়েছেন। 

 ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ২৪ হাজার ৪১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬১ হাজার ৪৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬০ জন। সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৫৭৩ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত