Ajker Patrika

দিনাজপুরে বাসের চাপায় নিহত ২ 

প্রতিনিধি দিনাজপুর
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭: ৪৪
দিনাজপুরে বাসের চাপায় নিহত ২ 

দিনাজপুরের চিরিরবন্দরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার আমবাড়ি বাজার সংলগ্ন দিনাজপুর-ঢাকা মহাসড়কে দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার পর দিনাজপুর-ঢাকা রোডে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

এ ঘটনায় নিহতরা হলেন, চিরিরবন্দর থানার করমজী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইছাহাক আলী (৪০) এবং পার্বতীপুর ভবানীপুর হাজিপাড়ার মৃত আকামুল্লা হোসেনের ছেলে মুদি দোকানদার দেলোয়ার হোসেন (৩৫)। দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। 

এ ঘটনায় আহত অটোরিকশার চালক আসাদুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের স্থানীয় হাসপাতালসহ দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনার পর দিনাজপুর-ঢাকা রোডে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসীপ্রত্যক্ষদর্শী ও পথচারী জামশেদ আলী বলেন, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী হাটের অদুরে দৌলতপুর নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৭৬৬) একটি যাত্রীবাহী অটো রিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু মারা যান। 

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাদের জানান, অটোরিকশা ও শ্যামলী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুজন মারা যান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংবাদ পাঠানো পর্যন্ত সড়কের অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত