Ajker Patrika

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কামাল হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কামাল হোসেন

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন সদর থানার ওসি কামাল হোসেন। রোববার (১৬ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা অনুষ্ঠিত সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। 

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গত মার্চ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ওসি কামাল হোসেনকে ক্রেস্ট ও সনদ তুলে দেন। 

জানা যায়, জেলার সাতটি থানার মধ্যে ওসি কামাল হোসেনের সামগ্রিক কর্মতৎপরতায় পরপর তিনবার তাঁকে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। 

এ প্রসঙ্গে ওসি কামাল হোসেন বলেন, ‘এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত