Ajker Patrika

প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ মুসলমান, তাহাজ্জুদ পড়ে ঘুমান, উঠে ফজর পড়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২২: ৫৭
প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ মুসলমান, তাহাজ্জুদ পড়ে ঘুমান, উঠে ফজর পড়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমান এবং ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি যত দিন বেঁচে থাকবেন, দেশ আর অন্ধকারে যাবে না। তিনি জনগণের প্রত্যাশা পূরণে সবকিছু করছেন। তাঁর ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই।’

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) রংপুরের আয়োজনে অসহায় ও দুস্থদের মধ্যে র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাস দমনে সফল হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যে শহীদদের কবর দেশের বাইরে আছে, তাঁদের দেহাবশেষ দেশে এনে কবর দেওয়ার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রীর।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, র‍্যাব-১৩ রংপুরের অধিনায়ক আরাফাত ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত