দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাদিয়া সুলতানা বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আসামিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দিনাজপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি জানান, ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টার অপরাধে রবিউলকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর দণ্ডবিধির ৩২৫ ধারায় তাঁকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত ২৬ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় মোট ৫১ জন সাক্ষী দিয়েছেন।
মামলার একমাত্র আসামি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ডাকবাংলায় ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ওয়াহিদা খানমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ও র্যাব কয়েকজনকে আটক করে। ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
২০ সেপ্টেম্বর তাঁকে জেলার প্রধান বিচারক হাকিম আমলি আদালত-৭-এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দী দেন।
২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রবিউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাদিয়া সুলতানা বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আসামিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দিনাজপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি জানান, ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টার অপরাধে রবিউলকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর দণ্ডবিধির ৩২৫ ধারায় তাঁকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত ২৬ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় মোট ৫১ জন সাক্ষী দিয়েছেন।
মামলার একমাত্র আসামি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ডাকবাংলায় ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ওয়াহিদা খানমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ও র্যাব কয়েকজনকে আটক করে। ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
২০ সেপ্টেম্বর তাঁকে জেলার প্রধান বিচারক হাকিম আমলি আদালত-৭-এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দী দেন।
২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রবিউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২৪ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে