ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ‘আইসো বাহে চর বাঁচাই’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এই আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়।
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্যসচিব এস এম আশরাফুল হক রুবেল, ডা. মাহাফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গকিলোমিটার চর রয়েছে। এসব চরে সাড়ে ৫ লাখের বেশি মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে না।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘জেলার চরগুলোয় দেড় শতাধিক এনজিও কাজ করে। কিন্তু তারা চরের একজনকেও স্বাবলম্বী করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কী করেছে? একদিকে বাঁধে, আরেক দিকে ভাঙে। ওরা এমনভাবে কাজ করবে, যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে, টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, মানি উন্নয়ন বোর্ড বলতে হবে। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা ভালো হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।’
এ সময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন, অধ্যাপক নাজমুননাহার বিউটিসহ বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ‘আইসো বাহে চর বাঁচাই’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এই আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়।
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্যসচিব এস এম আশরাফুল হক রুবেল, ডা. মাহাফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গকিলোমিটার চর রয়েছে। এসব চরে সাড়ে ৫ লাখের বেশি মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে না।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘জেলার চরগুলোয় দেড় শতাধিক এনজিও কাজ করে। কিন্তু তারা চরের একজনকেও স্বাবলম্বী করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কী করেছে? একদিকে বাঁধে, আরেক দিকে ভাঙে। ওরা এমনভাবে কাজ করবে, যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে, টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, মানি উন্নয়ন বোর্ড বলতে হবে। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা ভালো হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।’
এ সময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন, অধ্যাপক নাজমুননাহার বিউটিসহ বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৩৮ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৮ ঘণ্টা আগে