সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফমারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিভাবক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এতে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ। বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে নারী কেলেঙ্কারীর কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু গত মাসের ৭ তারিখ আবারও যোগদান করার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। আমাদের কাছ থেকে অতিরিক্ত টিউশিন ফি আদায় করছেন।
তারা আরও বলেন, প্রধান শিক্ষক শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। এত বড় বিদ্যালয়ে পর্যাপ্ত ওয়াশরুম নেই। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধমকি দেন তিনি।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এর আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে আমাকে সামায়িকভাবে বহিস্কার করা হয়েছিল। আমি নির্দোষ প্রমাণিত হয়েই আবারও যোগদান করি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারাই ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের এভাবে সড়কে নামিয়েছে। আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখুক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘শুনেছি এ ব্যাপারে শিক্ষার্থীরা আমার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি এখনও সেটি হাতে পাইনি। কেননা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সৈয়দপুর পৌর কার্যালয়ে আছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফমারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিভাবক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এতে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ। বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে নারী কেলেঙ্কারীর কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু গত মাসের ৭ তারিখ আবারও যোগদান করার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। আমাদের কাছ থেকে অতিরিক্ত টিউশিন ফি আদায় করছেন।
তারা আরও বলেন, প্রধান শিক্ষক শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। এত বড় বিদ্যালয়ে পর্যাপ্ত ওয়াশরুম নেই। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধমকি দেন তিনি।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এর আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে আমাকে সামায়িকভাবে বহিস্কার করা হয়েছিল। আমি নির্দোষ প্রমাণিত হয়েই আবারও যোগদান করি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারাই ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের এভাবে সড়কে নামিয়েছে। আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখুক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘শুনেছি এ ব্যাপারে শিক্ষার্থীরা আমার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি এখনও সেটি হাতে পাইনি। কেননা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সৈয়দপুর পৌর কার্যালয়ে আছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে