ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাজরিন (১১) ও জান্নাতুন (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে কিশমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। জান্নাতুন একই গ্রামের জহুরুল হকের মেয়ে এবং কিশমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে একসঙ্গে কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামে শিশুরা। গোসলের একপর্যায়ে তাজরিন ও জান্নাতুন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরও তারা ফিরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনেরা। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রামের প্রবীণ ব্যক্তি মোবারক আলী জানান, এই পুকুরে এর আগে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। হয়তো পুকুরের গভীর অংশে গিয়ে দুজনই ডুবে গেছে।
তাজরিনের শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, তাজরিন ছিল খুব মেধাবী ছাত্রী। ক্লাসে সব সময় আগ্রহ নিয়ে পড়াশোনা করত। তার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাজরিন (১১) ও জান্নাতুন (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে কিশমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। জান্নাতুন একই গ্রামের জহুরুল হকের মেয়ে এবং কিশমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে একসঙ্গে কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামে শিশুরা। গোসলের একপর্যায়ে তাজরিন ও জান্নাতুন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরও তারা ফিরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনেরা। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রামের প্রবীণ ব্যক্তি মোবারক আলী জানান, এই পুকুরে এর আগে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। হয়তো পুকুরের গভীর অংশে গিয়ে দুজনই ডুবে গেছে।
তাজরিনের শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, তাজরিন ছিল খুব মেধাবী ছাত্রী। ক্লাসে সব সময় আগ্রহ নিয়ে পড়াশোনা করত। তার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে।
বিল বকেয়া থাকায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে করে বিদ্যুৎ না পেয়ে ইপিজেডের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
১৫ মিনিট আগে‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংগঠন—বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। এর ফলে অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই ক্ষতিগ্রস্ত হয়ে
২০ মিনিট আগেবরিশাল নগরীতে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর প্যারারা রোডে মোমিন খাবার ঘরের পাশে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেকক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে আবু তালেব (২৮) নামে এক লবণ মাঠের শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব ওই গ্রামের মো. সৈয়দের ছেলে।
৩১ মিনিট আগে